ট্রাম্পকে আটকাতে যে ‘রেডলাইন’ তৈরি করছে চীন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প জেতার পর থেকেই কিছুটা হলেও সংকটের মুখে চীন। তবে এরই মধ্যে ট্রাম্প প্রশাসনের জন্য দেশটি একটি রেডলাইন বানিয়ে রাখছে বলে দাবি করছে তাইওয়ান।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, তাইওয়ানের একজন নিরাপত্তা কর্মকর্তা এই অভিযোগ করেছেন। তিনি বলেন, এই এলাকায় সামরিক কার্যক্রম বাড়ানোর মাধ্যমে চীন নিজেদের প্রস্তুত করছে। আমেরিকা ছাড়াও তাদের মিত্র দেশগুলোর জন্যও এই রেডলাইন বানাচ্ছে চীন।
তাইওয়ান ঘিরে বিশেষ মহড়া শুরু করেছে চীন। এর আগে এই এলাকায় আরও দুইবার এমন মহড়া দিয়েছে চীন। এ নিয়ে তাইওয়ান আপত্তি করলেও কাজ হয়নি। তাইওয়ানকে নিজেদের অংশ বলে এখনো দাবি করছে চীন।
এর আগে গত অক্টোবরে তাইওয়ান সীমানার কাছে সামরিক মহড়া চালায় চীন। এ নিয়ে নতুন করে আঞ্চলিক উত্তেজনা দেখা দেয়। তাইওয়ানে ‘স্বাধীনতাকামী গোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের’ জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানায় বেইজিং। এ বছর আরও মহড়া চালাতে পারে চীন। এতে উত্তেজনা বেড়ে যাবে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা।
তবে রেডলাইন ঠিক কেমন হতে পারে, এ নিয়ে বিস্তারিত জানা যায়নি চীন। দেশটির তাইওয়ান অ্যাফেয়ার্স অফিস ও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।