ভারতীয় মুসলিমরা কী বিচারে এখনো বিজেপি বিরোধীতায় পড়ে আছে?

0
4KB

পিছিয়ে যান। অটল বিহারী বাজপেয়ির প্রধানমন্ত্রীত্বের সময়কাল দেখুন। অটল বিহারী বাজপেয়ি ডেভেলপমেন্ট করেছিল কি না ভারতের, নিরপেক্ষ ভাবে বিচার করে উত্তর যদি হ্যাঁ হয়। তাহলে পরবর্তী নির্বাচনে হারল কেন বিচার করুণ একবার। থাক বিচার করতে হবে না। 

বিজেপি হারার পর কংগ্রেসের দু-দুবার সরকার গঠন এবং দূর্নীতির সঙ্গে বাজপেয়ির পাঁচ বছরে তুলনা করুণ। ভাবুন তো আপাদমস্তক দূর্নীতি এবং ক্ষমতায় থাকার একটা বিশাল সময়কালে একাধিক আন্তর্জাতিক সম্পর্কে ভূলভাল চাপে থাকা এবং ভূমি হারানো সরকার কিভাবে ভারতে বারবার গঠিত হচ্ছিল? কংগ্রেসের সময় গুলোতে সংখ্যালঘু যে সমস্ত কমিশন তৈরী হয়েছিল সেগুলো থেকে বলুন সঠিক সংখ্যালঘুদের আর্থসামাজিক পরিস্থিতির কী পরিবর্তন করেছিল কংগ্রেস? হয় সংখ্যালঘু রা কংগ্রেস বা কংগ্রেস সংখ্যালঘুদের পৈত্রিক সম্পত্তি হবে। 

ভারতীয় মুসলিমরা কী বিচারে এখনো বিজেপি বিরোধীতায় পড়ে আছে? অটলের উন্নয়ন না কংগ্রেসের দূর্নীতি? ভারতে বিজেপি জাতীভিত্তিক রাজনীতি করছে না। 

একটি জাতির নিজিস্ব রাজনৈতিক দল আছে ও আর একটি জাতির বিভিন্ন রাজনৈতিক দল আছে, হিন্দুদের শ্রেণি বিভাজনগত কারণে। এখন বিজেপি এই জাতির শ্রেণিগত যে সমস্ত রাজনৈতিক দল আছে। সেই ভিন্নতা মুছে ফেলে একটা রাজনৈতিক ছত্রছায়ায় নিয়ে আসতে চাইছে। ফলত ২০২৪ আবারও বিজেপির ফেবারে চলে যেতে পারে। যদিও রাজনীতিতে কিছুই বলার থাকে না। 

বিজেপি বিরোধীরা হিন্দুদের মধ্য বিভাজন জিইয়ে রাখতে চাইছে এবং আপ্রাণ চেষ্টা করছে। হিন্দু ধর্মের যে সমস্ত প্রথার কথা বলছে তার ভুলভাল প্রয়োগ আমার পো-ঠাকুরদার উপর পড়েছিল কী না সে বিষয়ে আমার সন্দেহ আছে। ভারতীয় মুসলিম ভোট কিছু শতাংশ বিজেপির দিকে অবশ্যই এসেছে। যদিও চিনের হুই আর উইঘুর মতো মনে হচ্ছে বিষয়টি। এই উইঘুরদের জন্য ডিটেনশন ক্যাম্প অবশ্যই দরকার। নচেৎ…

 

Commandité
Rechercher
Catégories
Lire la suite
রাজনীতি
ঐক্য থাকলে বিদেশি ষড়যন্ত্র সফল হবে না: উপদেষ্টা মাহফুজ
জাতীয়ভাবে ঐক্য বজায় থাকলে কোনো বিদেশি ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের...
Par Eye News BD 2024-12-05 15:14:01 0 4KB
Autre
for suede on the Golden Goose Outlet luxury consignment site have
I am talking about his human makeup. And because of that we have to produce huge volumes to get...
Par Nova Moon 2025-04-07 03:18:10 0 750
রান্নাবান্না
Washington Nationals information & notes: Straightforward hits and leftover bits - Nick Senzel model
Nick Senzel was the No. 2 choose inside 2016 MLB Draft, with Cincinnati Reds deciding on the 3rd...
Par Sdfgen Vaic 2025-04-14 01:22:40 0 300