ইউক্রেন থেকে দেশে পৌঁছাল ৫২ হাজার টন গম
ইউক্রেন থেকে আমদানিকৃত সাড়ে ৫২ হাজার মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার এই গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর কুতুবদিয়ায় পৌঁছেছে এমভি এনজয় প্রসপারিটি জাহাজ।

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিদেশ থেকে খাদ্যশস্য আমদানির প্রথম চালান এটি।

এক তথ্যবিবরণীতে বলা হয়, জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের কাজ শুরু করা হবে। জাহাজে রক্ষিত গমের মধ্যে সাড়ে ৩১ হাজার মেট্রিক টন চট্টগ্রামে বন্দরে খালাসের পর অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।
ইউক্রেন থেকে দেশে পৌঁছাল ৫২ হাজার টন গম ইউক্রেন থেকে আমদানিকৃত সাড়ে ৫২ হাজার মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার এই গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর কুতুবদিয়ায় পৌঁছেছে এমভি এনজয় প্রসপারিটি জাহাজ। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিদেশ থেকে খাদ্যশস্য আমদানির প্রথম চালান এটি। এক তথ্যবিবরণীতে বলা হয়, জাহাজে রক্ষিত গমের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের কাজ শুরু করা হবে। জাহাজে রক্ষিত গমের মধ্যে সাড়ে ৩১ হাজার মেট্রিক টন চট্টগ্রামে বন্দরে খালাসের পর অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।
0 Σχόλια 0 Μοιράστηκε 112 Views 0 Προεπισκόπηση