পেছনে ফেলে আসা দিনগুলো নিয়ে এখন ভাবনা নেই পরীমণির। সেগুলো নিয়ে আর ভাবতেও চান না তিনি। পরীমণি বলেন, আমার জীবনে যা ঘটেছে তাতে আমার পাগল হওয়ার কথা ছিল, কিন্তু আমি তা হইনি। অনেকেই আমাকে বলেন, আমি এতটা শক্ত থাকি কীভাবে? এর উত্তর আমার কাছে নেই। কারণ, আমি জীবনকে অনেক সহজ করে দেখি। এটাকে কখনো জটিল করে ভাবি না। আমি বাঁচতে খুব ভালোবাসি। সেই সঙ্গে আমার জীবনকে অনেক ভালোবাসি। আমার মনে হয়, যিনি জীবন ভালোবাসেন তাকে এগিয়ে যেতে হয়। আমি সেটাই করছি।
পেছনে ফেলে আসা দিনগুলো নিয়ে এখন ভাবনা নেই পরীমণির। সেগুলো নিয়ে আর ভাবতেও চান না তিনি। পরীমণি বলেন, আমার জীবনে যা ঘটেছে তাতে আমার পাগল হওয়ার কথা ছিল, কিন্তু আমি তা হইনি। অনেকেই আমাকে বলেন, আমি এতটা শক্ত থাকি কীভাবে? এর উত্তর আমার কাছে নেই। কারণ, আমি জীবনকে অনেক সহজ করে দেখি। এটাকে কখনো জটিল করে ভাবি না। আমি বাঁচতে খুব ভালোবাসি। সেই সঙ্গে আমার জীবনকে অনেক ভালোবাসি। আমার মনে হয়, যিনি জীবন ভালোবাসেন তাকে এগিয়ে যেতে হয়। আমি সেটাই করছি।
0 Yorumlar
0 hisse senetleri
2K Views
0 önizleme